অবতক খবর, হুগলীঃ হুগলী মহসীন কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের উদ্ভিদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। সেমিনারে ওই বিভাগের ছাত্র ছাত্রীরা চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। বটানি বিভাগের অতিথি অধ্যাপক ডঃমোহনলাল ঘোষের আন্তরিক এবং একক প্রচেষ্টায় ছাত্র ছাত্রীদের শিক্ষার কল্যানে এই ধরণের সেমিনার দৃষ্টান্ত সৃষ্টি করলো। এধরণের উদ্যোগ আগামীদিনে শিক্ষকরা আরো বেশী করে উদ্যোগ নেওয়ার কথাও উপস্হিত বক্তাদের কাছে শোনা গেল। অধ্যাপক মোহনলাল ঘোষের উদ্যোগে কলেজে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে চড়ক উদ্যানও করে দিয়েছেন।
বুধবার এই সেমিনারের উদ্বোধন করলেন পৌরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়। সেমিনারে উদ্ভিদ বিষয়ক বক্তব্য রাখলেন অধ্যাপক রাজীব বন্দোপাধ্যায়, চিলি ইউনিভারসিটি অধ্যাপিকা অপর্ণা ব্যানার্জী, সজল মাইতি, নন্দদুলাল ব্যানার্জী সহ বিশিষ্ট অধ্যাপক গণ।