অবতক খবর,সংবাদদাতা,উত্তর দিনাজপুর, ,৫ই মার্চ ::ইসলামপুর ব্লকের আগ ডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতে মাতৃযান এম্বুলেন্স উদ্বোধন করলেন প্রধান নার্গিস বেগম । এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য আবদুল সুবহান উপস্থিত ছিলেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান নার্গিস বেগম জানান, ব্লকের মূল কংগ্রেস সভাপতি জাকির হুসেনের প্রচেষ্টায় গ্রাম পঞ্চায়েতে অ্যাম্বুলেন্সটি পাওয়া গেছে।
বৃহস্পতিবার তাঁর উত্তর দিনাজপুর জেলা সফরে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উক্ত অ্যাম্বুলেন্সটি গ্রাম পঞ্চায়েতের কাছে সরবরাহ করেছিলেন। এই অ্যাম্বুলেন্সের পরিষেবা শুরু হওয়ার পরে, এখন রোগী এবং রোগীর পরিবার এই অঞ্চলে অনেক উপভোগ করতে পারবেন। নার্গিস বেগম আরো বলেন যে প্রসূতি মহিলা ও রোগীদের প্রয়োজনে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে, যা রোগীদের চিকিত্সায় সহায়তা করবে। প্রধান আরও বলেছিলেন যে তিনি গ্রাম পঞ্চায়েত থেকে প্রসূতি অ্যাম্বুলেন্স চালকের জন্য কিছুুু পারিশ্রমিক দেওয়াার ব্যবস্থাা করার চেষ্ট করবেন ।