অবতক খবর,সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ,৫ই মার্চ ::- রাজ্যের মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ ঘটানোর লক্ষ্যে সারা রাজ্য জুড়ে চালু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি “বাংলার গর্ব মমতা” আজ পশ্চিম মেদিনীপুরে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির সূচনা করেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি। এদিন জেলা তৃণমূল কার্যালয়ে এপ্রসঙ্গে সমস্ত বিধায়ক, জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠক শেষে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি জানান, আগামী ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের আড়াই কোটি মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করবে তৃণমূল জেলা নেতৃত্ব সহ জনপ্রতিনিধিরা। এবিষয়ে আজ সমস্ত বিধায়ক ও জেলা নেতৃত্বদের নির্দেশ দিয়ে দেওয়া হয় দলের তরফে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা পিংলা বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র, জেলা র কার্যকরী সভাপতি তথা নারায়ণগড় বিধায়ক প্রদ্যূত ঘোষ, জেলা মহিলা সভাপতি বিধায়ক শিউলি সাহা, যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ জেলা র সমস্ত বিধানসভা ও ব্লকে র নেতৃত্ববৃন্দ।