অবতক খবর ,কলকাতা : ‘বসন্ত এসে গেছে’ বাঙালি সব কাজ ফেলে এই দিনটিকে নতুন গানে, নতুন সুর্ নতুন রং এ ছোট থেকে বড় সবাই মেতে ওঠে।’ খেলবো হোলি রং দেব না ,তাই কখনাও হয়’ রং খেলাকে কেন্দ্র করে শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জনপ্রিয় এই বাংলা গানের লাইনকে একটু অন্যভাবে ব্যাখ্যা করেছে লালবাজার। লালবাজার বক্তব্য ,যারা যারা রং খেলবেন তারা নিজেরা আনন্দ মাতুন ,নিজের মত রং খেলুন, কিন্তু রাস্তায় বা এলাকায় অন্য কাউকে জোর করে রং দেওয়ার চেষ্টা করবেন না।
ইতিমধ্যেই কলকাতা পুলিশ শহর জুড়ে দোলকে কেন্দ্র করে সতর্কবার্তা প্রচার করছে, লিফলেট বিলি করছে সচেতনতা প্রসারে । সমস্ত থানার আধিকারিকদের সতর্ক করা হয়েছে । শহর জুড়ে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কলকাতার পুলিশের অধীন সমস্ত থানার ওসিদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে । কলকাতার নাগরিকদের কাছে কলকাতা পুলিশের তরফ থেকে আবেদন রাখা হয়েছে শান্তি শৃঙ্খলা বজার রেখে দোল উৎসব পালনের ।