অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়ার বাগমোড়ে। আজ দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ বাগমোড়ে রাস্তা পার হচ্ছিলেন হালিশহর নান্না হসপিটাল সংলগ্ন অঞ্চলের বাসিন্দা শিক্ষক দীপক ভট্টাচার্য্য(৫৫)। ঠিক সেই সময় একটি পুলকার তাকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। ওই পুলকারে স্কুলের বাচ্চারাও ছিল। কিন্তু জানা গেছে তাদের কোন ক্ষতি হয়নি। এদিকে ওই পুলকারের সামনের কাঁচ ভেঙে গেছে। অন্যদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই দুমিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে আসেন ট্রাফিক পুলিশ অফিসার প্রদীপ সরকার। এরপর অফিসার নিজেই তড়িঘড়ি শিক্ষক দীপক ভট্টাচার্য্যকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যান তার চিকিৎসার জন্য। জানা গেছে, দীপক বাবু অল্পের জন্য বেঁচে গেছেন। তিনি হাত,পা,মাথায় আঘাত পেয়েছেন, তবে বড়সড় কোনো ক্ষতি হয়নি। এ প্রসঙ্গে ট্রাফিক পুলিশ অফিসার প্রদীপ সরকার জানান,’ঘটনার খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত শিক্ষক দীপক বাবুকে হাসপাতালে নিয়ে যাই। তবে সৌভাগ্যক্রমে তার বড়সড় কোন ক্ষতি হয়নি। তবে এটি একটি বড়সড় দুর্ঘটনার আকার নিতে পারত। ওই পুলকারে স্কুলের বাচ্চারাও ছিল, তাদেরও ক্ষতি হতে পারত। আমরা ওই পুলকারের ড্রাইভারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’ পুলকারের ড্রাইভার সুমিত সরকারকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।