অবতক খবর, শিলিগুড়িঃ শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে প্রার্থী পদ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না তৃণমুলের। একের পর এক ঘটনা ঘটেই চলেছে,একেকটি ওয়ার্ড থেকে নাম চলে গেছে তিন থেকে ৫ জনের, সঙ্গে চলছে তা নিয়ে চলছে তাবেদারী। প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য সবাই যেন লাইন দিয়ে তৈরি। টিকিট দেওয়ার আগেই এই অবস্থা, টিকিট পাওয়ার পরে দলের অন্যান্যদের কি অবস্থা হবে কেউ বলতে পারছেন না।যদিও মন্ত্রী গৌতম দেব কিংবা রঞ্জন সরকার কেউই এবিষয় নিয়ে কিছু বলতে চাইছেন না। তবু তাদের চেহারা বলে দিচ্ছে তারাও যথেষ্ট চিন্তায় আছেন কি হতে পারে টিকিট না পেলে? তৃনমুলকে হারাতে আর কিছু না লাগুক গোষ্ঠি কোন্দলই যথেষ্ট তা জানেন তারা। নির্বাচন নিয়ে চিন্তা করছেন না, তারা তার আগে চিন্তা করছেন টিকিট কে পাবেন কে পাবেন না তা নিয়ে ।তৃনমুল থেকে একজন মহিলা কাউন্সিলারকে ডেপুটি মেয়র পদপ্রার্থী করা হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে । তা নিয়েও বাইরে উত্তেজনা দেখা যাচ্ছে, সব মিলিয়ে মোট ৪৭ ওয়ার্ডের প্রত্যেকটিতে তৃনমুলের মধ্যে দলাদলীর খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে বাইরে এবং ভিতরে যথেষ্ট বিব্রত দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেস। আর এই জায়গাতেই পিকের টিমের রিপোর্ট ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠতে চলেছে শিলিগুড়ির পুর নির্বাচনে ।