নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পর অধীনে নির্মিত নতুন রাস্তার শুভ উদ্বোধন হলো বুধবার। গ্রাম পঞ্চায়েতের চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নবনির্মিত রাস্তার উদ্বোধন করেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন।
যদিও সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ সফরে এসে চোপড়ার ষোলটি পি সি সি মডেল এর রাস্তার শিলান্যাস করেন। এরপর ওই রাস্তার কাজের শুভারম্ভ করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। এর পরেই এই রাস্তাটি উদ্বোধন হলো এ দিন। এই মডেলের প্রতিটি রাস্তার জন্যই ষোল লক্ষাধিক টাকা করে আর্থিক বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।
এই রাস্তাটি সোনাপুর বাজার থেকে পুরানা বাজার পর্যন্ত নির্মিত হয়েছে। উল্লেখ্য, চোপড়ার সংশ্লিষ্ট রাস্তাগুলো বেহাল হয়ে পড়ায় পড়ুয়ারা চরম সমস্যার সম্মুখীন। পাশাপাশি গর্ভবতী মহিলাদের বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে হতো এতদিন।
এই রাস্তাটি নির্মাণ হওয়ায় সেই সমস্যা থেকে মুক্ত হলেন একাধিক গ্রামের বাসিন্দারা। পাশাপাশি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা আনন্দিত ও উচ্ছ্বসিত।