অবতক খবর :: বহরমপুর ::    গোপন সূত্র খবর পেয়ে এস ও জি এবং বহরমপুর থানা পুলিশের তৎপরতায় বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে আসল মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হল।

দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে মোবাইল ফোন গুলি হারিয়ে ফেলেছিলেন বা চুরি হয়ে গেছিল তারা থানায় এসে লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানা তল্লাশি চালিয়ে সেই মোবাইল গুলি উদ্ধার করে।

হারিয়ে যাওয়া মোবাইল গুলি হাতে ফেরত পেয়ে খুশি মোবাইলে মালিকরা। যারা মোবাইল গুলো ফেরত পেলেন তারা পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।