অবতক খবর :: শিলিগুড়ি :: করোনার কারনে বন্ধ হয়ে যেতে পারে বাজার। এই গুজবেই আজ শিলিগুড়ির বিধান মার্কেট, হায়দারপাড়া এবং নয়াবাজারে ভীড় জমে দেয় মাসিক জিনিস কিনবার জন্য মানুষ।
আজ প্রায় ঝাপিয়ে পড়েন নিত্যনৈমিত্তিক জিনিস কিনবার জন্য। চাল,ডাল,আটা,তেল আলু কিনতে ব্যস্ত সকলেই। বিভিন্ন দোকানে ভীড় যেন উপচিয়ে পড়ছে।
বিধান মার্কেটের এক নামকরা দোকানের মালিক জানালেন যার মাসে পনেরো কেজী চাল দরকার সে প্রায় ডবল কিনে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে কেন কিনছেন জানতে চাইলে এক মহিলা জানালেন বন্ধ হতে পারে সব কিছু তাই. খেতে তো হবেই, কি করবো বুঝে উঠতে পারছি না তাই কিনে রাখছি যাতে কিছুদিন চলতে পারি।
গোটা শিলিগুড়ির একই অবস্থা আতঙ্ক যেন ঘরে ঢুকে গেছে গোটা শিলিগুড়িতে।