অবতক খবর ,বারাসাত::কোভিড ১৯এর মোকাবিলায় বারসাত ও মধ্যমগ্রামের শপিং মলে সরকারী নির্দেশিকা মেনেই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ।স্টার মল ,সান সিটি মলে দোকান-বিপণি খোলা থাকলে কি হবে সে অর্থে মানুষের ভিড় নেই । কেনাকাটা করতে আসছেন হাতে গোনা মানুষ । তবুও ঠাস বুনোট প্রতিরোধ বলয় তৈরী ।কড়াকড়ি প্রবেশ পথেই । প্রবেশ পথে রয়েছে টেম্পরেচার স্ক্রিনিং । দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী হলে ক্রেতা এমনকি কর্মী বা দোকানদারকেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না । এছাড়া স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করেই স্টার মলে ঢুকতে দেওয়া হচ্ছে ।

সান সিটি মল আবার মাস্ক পরার বিষয়ে জোর দিচ্ছে । দুটি বড় শপিং মল থেকেই ডিপ ক্লিন করা হচ্ছে দফায় দফায় ।এক জায়গায় বেশী মানুষ জমায়েত হতে দেওয়া হচ্ছে না । থিয়েটার -সিনেমার শো এমাসের ৩১ তারিখ অব্দি আপাতত বন্ধ । জয়া মাল্টিপ্লেক্সেও প্রেক্ষাগৃহ ও রেস্টুরেন্ট বন্ধ । সরকারী নির্দেশিকা মেনে আপতকালীন ব্যবস্থা মেনে নিয়ে সহযোগিতা করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ । শপিং মল গুলির প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ । তাঁদের মতে আতঙ্ক না বাড়িয়ে সচেতন ভাবে রোগ মোকাবিলায় সচেষ্ট থাকাই শ্রেয় । আর সচেতনতার অঙ্গ হিসেবে মাস্ক বন্টন ও সচেতনতা শিবিরের ব্যবস্থা করেছে শপিং মল কর্তৃপক্ষ। শপিং মল গুলি ফাঁক রাখতে চাইছেন না করোনা ভাইরাস প্রতিরোধে।