অবতক খবর,২৩ মার্চ: আজ বিভিন্ন অভিযোগ আসছে ক্রেতাদের কাছ থেকে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছেন। জিনিসপত্র কেনার সময় দোকানিরা নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রি করছেন না, তারচেয়ে বেশি দামে বিক্রি করছেন। অনেকে অলিগলিতে যে সমস্ত মুদি দোকানগুলি রয়েছে সেখানেও দোকানপাট বন্ধ। ভেতর থেকে যাদের চিনছেন ক্রেতা তাদেরই মাল বিক্রি করছেন এবং অপরিচিতদের কাছে বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ এসেছে। মজার বিষয় হচ্ছে যে এই, পুলিশ বিভিন্ন বাজারে তদন্ত চালাচ্ছে কিন্তু কিছুক্ষণের জন্য। পরবর্তীতে পুলিশ চলে যাওয়ার পর আবার বাজারের যে কে সেই অবস্থা। দোকানিরা এই অবস্থা সৃষ্টি করার জন্য অঞ্চলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকে একটু বেশি মাল কিনে নিয়ে রাখতে চাইছেন। কিন্তু এই পরিস্থিতিতে পৌরসভা থেকে কোন সর্তকতা বা প্রচার, নাগরিক পরিষেবার জন্য কোন তেমন কিছু দেখা যাচ্ছে না। ফলে অঞ্চলের অধিবাসীরা অত্যন্ত বিরক্ত।