অবতক খবর :: শিলিগুড়ি ::     শিলিগুড়ির বিধান মার্কেটে রিষ্কাওয়ালাদের হাতে চাল এবং অত্যাবশ্যকিয় সামগ্রী প্রদান করলেন স্থানীয় মানুষ।

শিলিগুড়ি মিলনপল্লীতে স্থানীয় মানুষজন অতিরিক্ত জনসংযোগ করতে নিষেধ করে রাস্তাঘাট বন্ধ। মিলনপল্লীতে ঢোকার দুদিকের রাস্তাই বন্ধ করে দিয়েছে পুলিশ এবং স্থানীয় মানুষ।

মাটিগাড়াতে সম্পুর্ন বন্ধ দোকানপাট এবং বাজারহাট। লোকজনকে সতর্কতামুলক ভাবে সচেতন করবার জন্য লিফলেট দেওয়া হচ্ছে আজ শিলিগুড়িতে।