অবতক খবর::নদীয়া :-জন্মানোর পর চিকিৎসক বাদে দ্বিতীয় কোন ব্যক্তি বাচ্চাকে প্রাণভরে আশীর্বাদ করে তার সম্মানের নাম বৃহন্নলা হলেও পোশাকি নাম হিজড়া, এই দ্বিতীয় নামটির সাথে জড়িত নানান সামাজিক অবজ্ঞা, অবহেলা অথচ সকলেই ঈশ্বরের সন্তান হওয়া সত্ত্বেও শুধুমাত্র শারীরিক কারণে তারা বঞ্চিত এই সুশীল সমাজ থেকে শুধুমাত্র যৌন ক্ষমতা বাদে সাধারণের থেকে অনেক অংশেই সুস্বাস্থ্য ও শক্তিশালী হওয়া সত্ত্বেও বিভিন্ন পেশায় সাবলীল হতে দিই না আমরা| অথচ বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতে জীবনের ঝুঁকি নিয়েই উপার্জন বন্ধ করেই নেমেছেন সামাজিক কাজে|
আজ শান্তিপুর নতুন পাড়া সংলগ্ন এলাকার হিজড়া বাড়ির দলনেত্রী কৃষ্ণা দেবনাথ, বেবি, জুলি কিন্নার দে তরফ থেকে চড়া নতুনপাড়া নৃসিংহপুর কাঁচরাপাড়া মৌচাক কলোনি থানার মোড় সহ শান্তিপুরের বেশ কিছু জায়গায় মাক্স বিতরণ করা হয়। গত তিনদিন ধরে 5 থেকে 6 হাজার মাস্ক বিতরণ এর সাথে সচেতন বার্তা নিজেদের ভঙ্গিমায় জানান সাধারণ মানুষকে। তাদের সামান্য কিছু সঞ্চয় করা অর্থে দলনেত্রী কৃষ্ণা দেবনাথ জানান, আমাদের তো সন্তানই নেই! ভবিষ্যতের প্রশ্ন ওঠেনা জন্ম থেকে পরিবার চ্যুত এই প্রথমবার সুযোগ পেয়েছি এই চরম সংকটে মানুষের পাশে দাঁড়ানোর। আগামীকাল আমার বিশ্বাস অনুযায়ী একটি হোম যোগ্য এর আয়োজন করেছি। অভিভাবিকা বেবী মাসি জানান, বিগত 100 বছর আগে সুশীলা দিদা বাসন্তী মাসি, আমি বেবি দির বর্তমান প্রায়ই দায়িত্ব শেষ, বর্তমান প্রজন্মের কৃষ্ণা দেবনাথ অনেক বেশি সচেতন তাই ওর উপর আমার বিশ্বাস সকলের মঙ্গলার্থে ও যেটা করবে ভালোই হবে।