অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া :: সারা পৃথিবীতে করোনা ভাইরাস যখন মানুষের ঘরে থাবা বসিয়েছে তেমনি পশ্চিমবঙ্গেতেও ব্যতিক্রম নয়। মমতা ব্যানার্জি বারবারই বলছেন দোকানপাট খোলা রাখার জন্য তাই এবার রানাঘাটের পৌরপ্রধান পার্থসারথি চ্যাটার্জী তিনি কিছু গুরুত্বপূর্ণ বাজারে স্থান পরিবর্তন করলেন।
যেমন রথতলার বাজার বসেছে জয় গোপালপুর মাঠে, বেলতলা বাজার বসেছে বেলতলা ক্লাব মাঠে, জগপুর বাজার বসেছে সাস্থ্যন্নতি ময়দানে। তিনি যেমন সারাদিন বাজার পরিদর্শন করলেন তেমনি ক্রেতা ও বিক্রেতাদের কথা ভেবে দুজনের মধ্যে ১ থেকে ১.৫ মিটার দূরত্ব বজায় রেখে বাজার সচল ও সচেতন রাখার কথা বলেন।
পার্থসারথি চ্যাটার্জী সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন প্রয়োজন না থাকলে আমরা বাড়ির বাইরে বেরোবো না এই মরণ ভাইরাস কে রুখতে আসুন আমরা প্রশাসনের কথা মাথায় রেখে আমরা নিজেরা আরো সচেতন হই তবেই রুখতে পারবো এই মরন করোনা ভাইরাসকে।