অবতক খবর :: বহরমপুর :: বহরমপুর শহরের মাতৃসদন হাসপাতাল বহুদিন ধরে বন্ধ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হওয়ার পর মাতৃ সদন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে মাতৃ সদন পরিদর্শন করলেন। তিনি জানালেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে প্রতিটি জেলায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করছেন সেই কথা মাথায় রেখে বহরমপুর মাতৃসদন কে ৮৫টি শয্যাবিশিষ্ট আইসোলেশন তৈরি করা হলো।
সভাধিপতি বলেন লক্ষ্য রাখা হয়েছে ১৬৫ শয্যা বিশিষ্ট। এর জন্য তিন মাসেরজন্য স্বাস্থ্যকর্মী থেকে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদ মানুষের কাছে সভাধিপতির বার্তা নিজেরা সতর্ক থাকুন করণা মোকাবেলার জন্য মুর্শিদাবাদের স্বাস্থ্য দপ্তর সবসময় প্রস্তুত আছে।