করোনা-কে চ্যালেঞ্জ জানাচ্ছে হ্যাভ নট মানুষেরা, লড়াকু দিনমজুরেরা। দেখি কে জেতে?

সুসংবাদ
তমাল সাহা

আমি এই দুঃসময়েও
একটি সুসংবাদ দিতে পারি।
তুমি বলবে, তোমরা বলবে
এ শালো কবি? না আনাড়ি?

করোনা নিশ্চিত মৃত্যুযম।
কিন্তু আমি জানি
আমাদের দেশ থেকে
মরণ তুলে নেবে কম।

এ দেশের মানুষ অনাহারে
দূষিত জল খেয়ে বেঁচে থাকে।
দু চোখে স্বপ্ন তার জীবনের ছবি আঁকে।

অন্ত্যোদয় যোজনায় পচা চাল পায়
পোকা খাওয়া গম নিয়ে যায় বাসায়
ডাস্টবিন থেকে কুড়িয়ে পাতা চেটে খায়
মরার হলে এতদিনেই সে যেতো মরে!
করোনা কী করবে তার
শুধু দুয়ারে রবে দাঁড়িয়ে অপেক্ষা করে।

ফুটপাত,প্লাটফর্ম বস্তিতে থাকা মানুষ এরা।
হেরে যাবে করোনা
শুরু হবে তার ঘরে ফেরা।

করোনা জানেনা
এদের ইমিউনিটি পাওয়ার!
করোনা চলে গেলে
মিলিয়ে নিও বন্ধু
সত্যি না মিথ্যে কথা আমার।