অবতক খবর,৫ এপ্রিল: আজ সকাল নটা নাগাদ একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখা যায় ৫ নং ওয়ার্ডের স্টেশন সংলগ্ন একটা নর্দমায় আবর্জনার ভেতর পড়ে রয়েছে। যতদূর জানা যাচ্ছে,এই মৃতদেহটি কোন কারণে বাগমোড় অঞ্চল থেকে ভাসতে ভাসতে এই পর্যন্ত চলে এসে এই নোংরা আবর্জনার মধ্যে বাধা পেয়ে থমকে গেছে।

এটি আসলে বাগমোড় থেকে যে খাল বেরিয়েছে সেই খালটির স্টেশন সংলগ্ন অংশে এই সদ্যোজাত শিশুটিকে পাওয়া গেছে।

ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ আসে। ‌ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাগের খালের এই অঞ্চলটি সম্পূর্ণ নোংরা আবর্জনায় ঢাকা। স্থানীয় অধিবাসীদের অভিযোগ এই অঞ্চলটি ধরমবীর কলোনি সংলগ্ন, ফলত নোংরা আবর্জনায় এই বাগের খালটি পরিপূর্ণ হয়ে আছে দীর্ঘদিন ধরে। ‌এখন করোনা সংক্রান্ত সময়ে এই খালটি পরিষ্কার করার জন্য স্থানীয় কাউন্সিলর সান্ত্বনা বিশ্বাসকে বারবার অনুরোধ করা হয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি লিখিতভাবে কাঁচরাপাড়া পৌরসভার ইও-র কাছে সমস্ত বিবরণ দিয়েছি। ‌ কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

যাই হোক, ওই অঞ্চলটি এখনো নোংরা, আবর্জনাপূর্ণ অবস্থায় রয়েছে। এই সময়ে অঞ্চলে স্থানীয় নেত্রী আলোরানি সরকার আসেন। তিনি অঞ্চলটি ঘুরে দেখেন‌ তিনি বলেন, যে আবর্জনা এখানে রয়েছে সেটি ইতিমধ্যেই পরিষ্কার করা দরকার। তিনি স্থানীয় অধিবাসীদের অভিযোগ শুনে তাদের কথা দিয়ে যান যে, তিনি অঞ্চলটি পরিষ্কার করার কাজে হাত দেবেন এবং আগামীকাল থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে।
এদিকে শিশুর মৃতদেহটি পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে।
অন্যদিকে অঞ্চলের স্থানীয় অধিবাসীদের অভিযোগ যে, এই ওয়ার্ডের কাউন্সিলর সান্ত্বনা বিশ্বাস, তিনি তাদের সঙ্গে সংযোগ রক্ষা করেন না। ওয়ার্ডের কি পরিস্থিতি সেটা দেখভালও করতে আসেন না।