অবতক খবর :: বহরমপুর :: মহামারী করোনা সংক্রমণ থেকে বাঁচতে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার কে সেনিটাইজ করার কাজ শুরু হলো মঙ্গলবার থেকে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধানাগার এর ভেতরে এবং বাইরে সমস্ত জায়গায় দমকলের সহযোগিতায় জীবাণুমুক্ত করার লক্ষ্যে শুরু হয় কাজ।
বহরমপুর কেন্দ্রীয় সংশোধানাগার সুপার দেবাশীষ চক্রবর্তী বলেন এই সংশোধনাগারে প্রায় ৩০০০ কাছাকাছি কয়েদি রয়েছে। সকলকে সুস্থ রাখার জন্য প্রত্যেককে প্রতিদিন স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সব সময় কয়েদিদের ওপর নজর রাখা হচ্ছে। যাতে ভুলবশত কোনমতেই যাতে করণা সংক্রমণ না ছড়িয়ে পড়ে।