অবতক খবর :: নদীয়া :: বিষ্ণুপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অবতক খবর মাধ্যমে প্রতিবেদন জানালেন। স্কুল বন্ধ। কিন্তু পড়াশোনা তো বন্ধ করলে চলবে না। তাই শিক্ষা দপ্তরের উদ্যোগে বাংলার শিক্ষা পোর্টাল এর মাধ্যমে প্রাক প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য এই সময়ে পঠন পাঠন বজায় রাখার জন্য Activity Task এর ব্যবস্থা করা হয়েছে। এর সাথে সাযুজ্য রেখে আমাদের বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী শিক্ষকরা whatsapp গ্রুপ তৈরী করেছেন। সেখানে এই মডেল Activity Task গুলি দেওয়া হবে। তার পাশাপাশি বিষয় শিক্ষকেরা কিছু বাড়ির কাজ এবং পড়াশোনা সংক্রান্ত আলোচনা করবেন। সেগুলি স্কুল খোলার পর বিষয় শিক্ষকের কাছে জমা দেবে। আমাদের লক্ষ্য ১০০ শতাংশ ছাত্রের কাছে পৌঁছানো।
এ ছাড়াও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরেরছাত্র ছাত্রী রা যারা আগামী বছর বোর্ড পরীক্ষার সম্মুখীন হবে তাদের জন্য আগামী ৭ ই এপ্রিল ২০২০ থেকে ১৩ ই এপ্রিল ২০২০ প্রতিদিন এক ঘন্টা করে এবিপি আনন্দ চ্যানেলে বিকেল ৩ টে থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে অভিজ্ঞ শিক্ষকেরা একটি বিষয়ের একটি নির্দিষ্ট অধ্যায়ের উপর আলোচনা করবেন।
এর পাশাপাশি আমাদের স্কুলের পক্ষ থেকে ইতিমধ্যেই নবম,দশম,ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য অনলাইন টিচিং এর ব্যবস্থা করা হয়েছে। এর জন্য নবম ,দশম ও দ্বাদশ শ্রেণীর whatsapp group গঠন করা হয়েছে। এখানে শিক্ষক শিক্ষিকারা ক্লাসের ভিডিও আপলোড করছেন, কিছু কাজ দিচ্ছেন। ছাত্র ছাত্রীদের নিরন্তর পড়াশুনার জন্য উদ্বুদ্ধ করছেন। জুম অ্যাপের মাধ্যমে ক্লাসও নিচ্ছেন। আমরা ১০০শতাংশ ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করে চলেছি।
তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ তোমরা বাড়ীতে থাকো। কোনো ভাবেই বাইরে বেরোবে না। শিক্ষা দপ্তরের সাথে সাথে তোমাদের প্রিয় বিদ্যালয় তোমাদের পাশে আছে। Stay home and stay safe.
প্রধান শিক্ষক
বিষ্ণুপুর হাই স্কুল,
নদীয়া