অবতক খবর,১৫ই এপ্রিল: আজ কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন সিটু ৮৫ নং বাস ইউনিয়নের দপ্তর থেকে বাস ড্রাইভার,খালাসি, কন্ডাক্টর,স্টার্টারদের হাতে ত্রাণ তুলে দেন সিটুর নেতৃবর্গ এবং সদস্যরা। তারা ১৫২ জন বাস কর্মীর হাতে ২ কেজি চাল,২ কেজি আলু, ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট তুলে দেন।

তাদের এই বিতরণে নেতৃত্ব দেন শ্রমিক নেতা শম্ভু চ্যাটার্জী। তাঁর সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন মানস ভট্টাচার্য্য,মনোতোষ পাল,অমিত মুখার্জী,মানস চক্রবর্তী,রাজশেখর বসু এবং লক্ষণ নায়েক।
সিটু নেতা শম্ভু চ্যাটার্জী জানান,লকডাউন নিশ্চিতভাবে আরও বাড়বে। সময়সীমা বাড়ানো হবে। প্রতিনিয়ত তারা এই বাস শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।‌ যখন তাদের যা প্রয়োজন হবে সেটি তুলে দেওয়ার জন্য আলাদা একটি রূপরেখা রচনা করা হচ্ছে। তিনি বলেন,এটা কোন দান বা ত্রাণ এমন কথা বলছি না। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো একটা দায় এবং কর্তব্য বলে আমরা মনে করি। আমরা সেই পরিষেবার কাজটি করছি।