অবতক খবর,১৬ এপ্রিল: শেষ পর্যন্ত ইতিহাস লিখছে আমাদের উত্তর ২৪ পরগণা জেলা। বিশ্বব্যাপী যে করোনা বিপর্যয় চলছে সেই মহামারী কাণ্ডে সেও লাইমলাইটে এসে গেল। ১৫ই এপ্রিল ২০২০ কেন্দ্রীয় সরকার ঘোষণা করল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলা হটস্পট।
২১ দিনের লকডাউন শেষ কিন্তু কোরোনা সংক্রমণ হ্রাস পেল না। বিপরীতে দেশের ১৭০টি জেলা হটস্পট ঘোষিত হল। পশ্চিমবঙ্গের চারটি জেলা হটস্পট-এ অন্তর্ভুক্ত হল। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং আমাদের উত্তর চব্বিশ পরগণা।
১৫ এপ্রিল জানা গেছে,উত্তর বারাকপুরের ২২ নং ওয়ার্ডের এক বৃদ্ধার লালারসে করোনা পজিটিভ ধরা পড়েছে। জানা গেছে, তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন । ওই বৃদ্ধার পরিবার ও প্রতিবেশী ২টি বাড়ি মিলিয়ে ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনটি বাড়ির সামনে ব্যারিকেড তুলে দিয়েছে পৌরসভা। অন্যদিকে পানিহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বৃদ্ধেরও করোনা পজিটিভ পাওয়া গেছে। এই পরিবারটির সঙ্গে যুক্ত ৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এলাকার আতঙ্কগ্রস্ত মানুষ নিজেদের দায়িত্বে ওয়ার্ডের সমস্ত সীমানা ব্যারিকেড করে দিয়েছে।
কাঁকিনাড়া অঞ্চলে ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ৮ এবং ৯ নং ওয়ার্ড ব্যারিকেড করে রাখা হয়েছে।ঐ এলাকা করোনা প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে।