অবতক খবর, সংবাদদাতা,নরেশ ভকত, বাঁকুড়া, ১৬ই এপ্রিল :: বাঁকুড়া পৌরসভার বাম-বিজেপি কংগ্রেসের ছয় কাউন্সিলর ডেথ সার্টিফিকেট’ ছাড়া শহরের কোন শ্মশানে মৃতদেহ সৎকার যাবে না সেই দাবী জানিয়ে বাঁকুড়া জেলাশাসককে ডেপুটেশন দিলেন। বিরোধী তিন দলের কাউন্সিলরা একত্রিত হয়ে জেলাশাসক অরুণ প্রসাদের কাছে তাঁদের দাবীপত্র তুলে দেন।
তাদের দাবী রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মৃতদেহ সৎকার করায় বাঁকুড়ার মানুষ যথেষ্ট আতঙ্কে আছেন। এই আতঙ্ক দূর করতেই এইরকম কর্মসূচী নেওয়া হয় বলে জানিয়েছেন এই বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) কাউন্সিলর রাজু বাউরী বলেন, ডেথ সার্টিফিকেট ছাড়াই রাতের অন্ধকারে মৃতদেহ সৎকার করা নিয়ে মানুষ যথেষ্ট আতঙ্কে আছেন।
আবার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর রাধা রাণী ব্যানার্জীর অভিযোগ, রাতের অন্ধকারে মৃতদেহ সৎকার নিয়ে তারা সম্পূর্ণ অন্ধকারে অন্যদিকে ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নীরাদ্রী শেখর দানা বলেন, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই তথ্য গোপন করা হচ্ছে। এই নিয়ে কেউ কিছু বলতে গেলেই তার বিরুদ্ধে মামলা করে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।