অবতক খবর , সংবাদদাতা :: করোনা ভাইরাসের ইঞ্জেকশন দেওয়ার গুজব ছড়ানোর অভিযোগে কালিয়াগঞ্জ থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করলো। বৃহস্পতিবার সন্ধ্যারাতে এদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম ফকির মহলদার (৩৬), বাড়ি কালিয়াগঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ডের রশিদপুরে। পবিত্র বর্মন (২৬), বাড়ি ধনকৈল পঞ্চায়েতের বালাস গ্রামে।

ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা চালু করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। কালিয়াগঞ্জ থানার পুলিশ সুত্রের বলেন গত এক সপ্তাহ ধড়ে কালিয়াগঞ্জ শহর এবং গ্রামাঞ্চলের নানা প্রান্তে করোনা ইঞ্জেকশন নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল। এনিয়ে সাধারন মানুষের মধ্যে আতংকের পরিবেশ তৈরি হয়েছে।

কারা এই গুজব ছড়ানোর পেছনে আছে, তাদের সন্ধানে চলছিল খোঁজখবর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুজনের হদিশ পাওয়া যায়। এই গুজবে যুক্ত বাকিদের সন্ধানে খোঁজ চলছে বলে জানায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।