অবতক খবর :: সাজ্জাদ হোসেন আহমেদ :: কোচবিহার :: করোনা ভাইরাস আক্রমণের ভয়ে মানুষ লকডাউনে গৃহবন্দী। অন্যান্য সাধারণ মানুষের মতো দেশের রুপান্তর কামীদের আয়েও পড়েছে টান।
এই অসহায় রুপান্তর কামীদের আজ শুক্রবার ঘুঘুমারীতে ত্রাণ দিলেন উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পরামর্শে কোচবিহার জেলার ১০৫ জন রুপান্তরকামী মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হলো।
আজ কোচবিহারের ঘুঘুমারীতে মৈত্রীসংযোগ সোসাইটির মাধ্যমে এই রুপান্তরকামীদের ত্রাণ গ্রহন করেছেন সুবী দাস। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সদর এস ডি ও সঞ্জয় পাল ও সদর আই সি সৌম্যজিৎ রায়। মৈত্রীসংযোগ সোসাইটির কর্ণধার সুবী দাস এই ত্রাণ পেয়ে সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করলেন।