অবতক খবর , সংবাদদাতা :: নিজেদের জীবনের ঝুকি নিয়ে কাজ করছে চিকিৎসক করোনা মোকাবিলায়।সেই সময় মূখ্য মন্ত্রীর ত্রান তহলের আর্থিক অনুদান প্রদান করলেন পুরসভার হেলথ অফিসার।দেশ জুরে করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে।মানুষজন গৃহবন্দী অবস্থায় রয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডাক্তার,নার্স সহ স্বাস্থ্য কর্মীরা নিজেদের জীবনের ঝুকি নিয়ে করোনা মোকাবিলায় কাজ করে চলেছে।সব কিছু বন্ধ থাকায় অর্থনিতী অবস্থা খারাপ হয়ে পড়েছে।সেই কারনে রাজ্যের মূখ্যমন্ত্রী বিশেষ ত্রান তহবিল খুলেছেন।মূখ্যমন্ত্রী সবাইকে আহবান করেছে ৫ টাকা পর্যন্ত দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
মূখ্যমন্ত্রীর বার্তায় অনুপ্রানিত হয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভায় স্বাস্থ্য বিভাগের হেলথ অফিসার চিকিৎসক ডঃ শিশিশির র কুমার কোলে মানবিক মূখ।বৃহস্পতিবার তিনি কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধানের হাত দিয়ে মূখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৪০ হাজার টাকা চেক তুলে দিলেন চিকিৎসক শিশির কুমার কলো। এদিন তিনি বলে এই বিপদের সময়ে মূখ্যমন্ত্রী পাশে দারাতে পেয়ে ভালো লাগছে।
তিনি বলেন সবাই যদি এই এগিয়ে আসে তাহলে এই বিপদের সময়ে তাহলে অনেকটা সুবিধা হবে।পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল বলেন মূখ্যমন্ত্রীর ত্রান তহবিলে কালিয়াগঞ্জ পুরসভার হেলথ অফিসার শিশির কুমার কোলে নিজের বেতনের ৪০ হাজার টাকা তুলে দেন।