অবতক খবর :: উত্তর দিনাজপুর :: ভাইরাস সংক্রমণ মোকাবিলায় লকডাউনের জেরে গৃহবন্দী ছাত্রছাত্রীদের মধ্যে অবসাদ যাতে বাসা না বাঁধে এবং সেই সাথে গৃহবন্দী ছাত্র-ছাত্রীদের জীবনে এই লকডাউন জনিত একঘেঁয়েমি কাটাতে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা।
পৌরসভার পক্ষ থেকে স্থানীয় ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন ক্যুইজ ও আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দুই প্রতিযোগিতায় অংশ নিতে হবে ছাত্রছাত্রীদের। কালিয়াগঞ্জ পুরসভার এই অভিনব উদ্যোগের কথা সামনে আনলেন পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল।
এদিন পুরসভায় এক সাংবাদিক সন্মেলন করে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্যুইজ ও আঁকা প্রতিযোগিতা আয়োজনের কথা তুলে ধরলেন পুরপ্রধান। তাঁর সঙ্গে ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার নির্বাহী অফিসার আশুতোষ বিশ্বাস এবং ফিনান্স অফিসার ছট্টু আগরওয়ালা।
এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এদিন সাংবাদিক সন্মেলনে সেই হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করে কালিয়াগঞ্জ পুর কর্তৃপক্ষ।ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে হবে ৮৯১৮৭৭৮৯১১ নম্বরে। আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণের রেজিষ্ট্রেশন নম্বর ৯৪৩৪৯৬৫০৬২।
কালিয়াগঞ্জ পুরসভা আয়োজিত অনলাইন ক্যুইজ ও আঁকা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ২২ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত এই দুই নম্বরে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই দুই প্রতিযোগিতা শুধুমাত্র কালিয়াগঞ্জ পুরসভা এলাকায় বসবাসকারী ছাত্রছাত্রীদের জন্য।
এদিন সাংবাদিক সন্মেলনে পুরপ্রধান জানান, “লকডাউনে স্কুল বন্ধ হয়ে আছে। বাড়িতে পড়াশোনা চললেও দীর্ঘদিন ঘরবন্দী হয়ে থাকায় ছাত্রছাত্রীরা হাঁপিয়ে উঠেছে। বাইরে না বের হতে পারায় শিশুমনে অবসাদ আসতে পারে। এই বিষয়টি মাথায় রেখে কালিয়াগঞ্জ পুরসভার এই অভিনব প্রয়াস। অনলাইন অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই দুই প্রতিযোগিতা হবে।এবং যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হবে তাদের পুরস্কৃত হবে। “