অবতক খবর,১৫ এপ্রিল: করোনা বিপর্যয় ভয়াবহ থেকে ভয়াবহতর হতে চলেছে। দিন আনা দিন খাওয়া মানুষের ত্রাণের প্রয়োজন আছে নিশ্চিতভাবে। কিন্তু বাস্তব এবং বিজ্ঞানভিত্তিক ভাবে সেই ত্রাণ বন্টন করা হচ্ছে না।
প্রচুর মানুষ মানুষের পাশে দাঁড়াতে চান। এটা সঠিক। দূর্গত মানুষকে সেবা করতে চান, সঠিক। এই সমস্ত হৃদয় জনিত অনুভূতি নিয়ে যারা ত্রাণ বন্টন করতে চান তারা নিজেরা কখনো এক জায়গায় জড়ো হয়ে ত্রাণ বন্টন করবেন না। যদি সত্যিই আপনার আগ্রহ ও উৎসাহ থাকে মানুষের জন্য তাহলে নির্দিষ্ট কর্মী জোগাড় করুন এবং তারা যে অঞ্চলে ত্রাণ দিতে চান সেই অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে তাদের ত্রাণ দিয়ে আসুক। কারণ ত্রাণ বন্টনের নামে জনসমাগম হচ্ছে তখনই যে ভিড় যে জন জমায়েত হচ্ছে তার ফলে করোনার বিধিনিষেধ মানা যাচ্ছে না। যারা ত্রাণ বন্টন করছেন তারাও সেটি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। অর্থাৎ মোদ্দা কথা যেটি বলতে চাওয়া হচ্ছে যে, সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখতে হবে এবং কমিউনিটি কন্টাক্ট থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে হবে।
যদি কোন জমায়েত করে বন্টন করা হয় তাহলে সোশ্যাল ডিস্ট্যান্সিং বিঘ্ন হতে বাধ্য এবং কমিউনিটি কন্টাক্ট নিশ্চিতভাবে ঘটে যাবে। তাই তাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে, এই বন্টন প্রক্রিয়া অন্য ভাবে ভাবুন। এক জায়গায় জমায়েত করে ত্রাণ বন্টন করবেন না। ইচ্ছা হলে তারা নির্দিষ্ট এলাকা ঠিক করুন এবং তারা দুজন একজন কর্মী ঠিক করে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিন। কারণ এখন অবস্থা আরো ভয়াবহতার দিকে যাচ্ছে,কাজেই সতর্ক থাকুন।