অবতক খবর :: দত্তপুকুর :: ১৯ এপ্রিল :: সমগ্র বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে মারণ রোগ করোনা। এই অবস্থায় সংক্রমণ এড়াতে দেশ জুড়ে চলছে লকডাউন। কাজ ও উপার্জন দুই-ই বন্ধ বহু মানুষের। বিশেষ করে জীবন সংকটে পড়েছেন দুঃস্থ ও সহায়হীন মানুষেরা।
সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে প্রতিদিনই দুস্থদের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে। তারপরেও অনেককেই দুমুঠো খাবারের জন্য যুদ্ধ করতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে দত্তপুকুর স্টেশন চত্বরে থাকা ভবঘুরে এবং পথ চলতি অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়ালেন দত্তপুকুর জলট্যাঙ্ক সংলগ্ন বলাকা সংঘের সদস্যবৃন্দ। তাদের বক্তব্য ,” আমরা সকলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় আমাদের সকলের উচিত অসহায় মানুষদের পাশে দাড়ানো। তাই বিগত বেশ কিছুদিন ধরে পথচলতি এইসব অসহায় মানুষ এবং ভবঘুরেদের দুবেলা খাওয়ানের ব্যবস্থা করা হয়েছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত তাদের খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ”
তাঁরা আরো জানান, এখানে প্রতিদিন মোটামুটি সত্তর-আশি জন মানুষের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে। অভুক্ত যে কোনও ব্যক্তি নির্দ্বিধায় আসতে পারেন।”