অবতক খবর,২১ এপ্রিল: আজ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি খোকন তালুকদারের মাধ্যমে ত্রাণ দিলেন অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান বিমল শাড়ি সেন্টার। এ বিষয়ে খোকন তালুকদার জানান যে,তারা ২৪টি ওয়ার্ডের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। কাঁচরাপাড়ার মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এক বিশাল দায়িত্ব। এরজন্য তারা বিভিন্ন ব্যবসায়ীর সহযোগিতা নিয়েছেন এটি তিনি অকপটে স্বীকার করে নেন। ব্যবসায়ীরা নিজস্ব উদ্যোগে যেহেতু এত বড় কর্মকাণ্ড করতে পারবেন না, সেইজন্য তারা আমার কাছে আবেদন করেন এবং আমার মাধ্যমে তাদের যে সহযোগিতা তারা করতে চান তা জনগণের মধ্যে পৌঁছে দিতে চান। অনেক ব্যবসায়ী আছেন তারা বলেছিলেন যে,আমরা সহযোগিতা করছি, পাশে আছি। এটা মানুষের দুর্দিন। এটা আমরা দায় এবং কর্তব্য বলে মনে করছি। এটাকে ত্রাণও বলতে চাই না। মানুষের পাশে দাঁড়ানো এটা একটা দায়িত্ব। তারা বলেছেন যে, কাঁচরাপাড়ার মানুষের সঙ্গে আমাদের একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কারণ আমাদের যে আয় সেই আয়ের মূল উৎস হচ্ছে তারাই। তারা আমাদের ক্রেতা, সেখানে আমরা বিক্রেতা। কিন্তু আজ এই পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতার কোন সম্পর্ক তো নয়, আজকের সম্পর্ক হচ্ছে মনুষ্যত্বের সম্পর্ক, মানবিকতার সম্পর্ক। সেই জন্য আমরা মানুষের পাশে থাকতে চাই।
এ ব্যাপারে আজকের যে ত্রাণ বন্টন করা হয় ২৪টি ওয়ার্ডে সেখানে উপস্থিত ছিলেন বিমল শাড়ি সেন্টারের অন্যতম কর্ণধার মুন্না আগরওয়াল। তার কাছে জানতে চাওয়া হলে মুন্না বাবু বলেন, আজকে জাতির দুর্দিন, এটা বিশ্বব্যাপী দুর্দিন। এখানে কিছু বলা ঠিক নয়। মানুষের জন্য কিছু করে তার জন্য প্রচার নেওয়া এটা আমাদের স্বভাবে নেই। এটা আমরা আমাদের বাবার কাছ থেকে পেয়েছি। এই ঐতিহ্য আমরা বজায় রাখতে চাই। আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। যেকোনো দুর্দিনে আমরা মানুষের সঙ্গে থাকবো এবং সেই কর্তব্য পালন করব, এইটুকুই আমি জানাতে চাই।