অবতক খবর :: জলপাইগুড়ি :: ২১এপ্রিল ::   একে করোনাতঙ্কে সন্ত্রস্ত দেশবাসী,তার উপর ‘গোঁদের উপর বিষফোঁড়া’ হয়ে লোকালয়ে ফিরে এল চিতা আতঙ্ক। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের দশদরগায় চা বাগান ও সবজি ক্ষেতের পাশে চিতা বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই ভীত ও তটস্থ এলাকাবাসী।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা রেঞ্জ অফিসের কর্মীরা। চিতাবাঘের উপস্থিতি অনুমান করে সেখানে খাঁচা পাতা হয়। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন,”দশদরগায় চিতা বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। তাই কোনো ঝুঁকি না নিয়ে, তার উপস্থিতি অনুমান করেই সেখানে খাঁচা পাতা হয়েছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে যাতে চা বাগান ও জঙ্গল এলাকায় কেউ অকারণে না যায়। এছাড়া এলাকায় টহলদারি চালানো হচ্ছে।”