অবতক খবর :: শিলিগুড়ি :: ২৩ এপ্রিল ::    করোনা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা রাজ্যের সাতটি জেলা পরিদর্শন ও পরিস্থিতি পর্যালোচনা করে রিপোর্ট তৈরী করবেন। সেইমত কেন্দ্রীয় প্রতিনিধিদলের বেশ কিছু সদস্য আজ সকালে এসএসবি র কোয়ার্টারে পৌঁছান। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি।

তাঁরা আজ সকালে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী কার্যকলাপ স্থির করেন।তবে বিনয় তামাং-এর বার্তার পরে পাহাড়ে কীভাবে কেন্দ্রীয় দল কাজ করবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তারা আজ দার্জিলিং জেলার বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার ঘুরে দেখবেন। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সাস্থ্য আধিকারিক। তারা সবরকমের পরিস্থিতি পর্যালোচনা করে কি করণীয় তা স্থির করবেন। তবে জানা গেছে যে, সবরকমের পরিস্থিতি দেখেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। যে সব জায়গা এই মুহূর্তে বিপজ্জনক সে সব জায়গায় কী কর্তব্য তাও তারা ঠিক করবেন এই বৈঠকের পর।

সূত্রের খবর, শিলিগুড়ির যে যে ওয়ার্ডকে সীল করে দেওয়া হয়েছে তা তারা আরেকবার ঘুরে দেখবেন। তবে কতটা কী করবেন তার সবই নির্ভর করবে তাঁদের রিপোর্ট দেবার পরে। কেন্দ্রীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মুলত যেসব জায়গাগুলিতে রেড জোন চিহ্নিত করা হয়েছে সেই সব অঞ্চলগুলি তে কী কী করণীয় তা বিচার করে দেখবেন। জলপাইগুড়িকে বিপজ্জনক জায়গা চিহ্নিত করবার পরে কেন্দ্রীয় প্রতিনিধিদল জলপাইগুড়ি শহরের কিছু মানুষের সাথে নিয়ম মেনেই কথা বলবেন । জলপাইগুড়ির বিভিন্ন এলাকাতে স্যানিটাইজ করবার চেষ্টা চলছে।জলপাইগুড়ির বিভিন্ন এলাকাতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের ঘুরবার কথাও চলছে। কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্ট পাবার পরই জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের ভবিষ্যত নির্ধারণ করা হবে বলে জানা গেছে।