অবতক খবর :: শিলিগুড়ি ::    যত দিন যাচ্ছে রেশন নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারন মানুষের মনে, বিশেষ করে শিলিগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ড ৪১ এবং ৪২নং ওয়ার্ডে রেশন নিয়ে ক্ষোভ সবচাইতে বেশী। কোথাও চাল খারাপ কোথাও আটা পাওয়া যাচ্ছে না,আবার কোথাও কোথাও নির্দিষ্ট কার্ডে রেশন ঠিকমত পাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও রেশন ডিলারদের নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে।

রেশন গ্রহিতাদের অভিযোগ সরকারী নিয়ম মানেন না কোনো রেশন ডিলারই, যে ভাবে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ পালন করছেনই না অধিকাংশ রেশন ডিলার কেউ কেউ পুরানো কার্ডে জিনিস পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। রেশনে কমদামী জিনিস দিচ্ছেন অনেকে এই অভিযোগ করছেন রেশন নিতে আসা সাধারন মানুষেরা। লকডাউনে অনেকে আর্থিকভাবে সঙ্কটে, এই সময়ে অনেকেই রেশনের উপরে নির্ভরশীল এই সময়ে ঠিকমতো রেশন না পাওয়ায় আগুনের উপরে ঘি ঢালবার মতন ব্যাপার ঘটে গেছে।

শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে রেশন অফিস ঠিকমত খোলাই হয় না বলে অভিযোগ করছেন ক্রেতারা। এ নিয়ে স্থানীয় কাউন্সিলারের কাছে অভিযোগ করেছেন তারা। এদিকে শিলিগুড়িতে রেশনের অব্যাবস্থার জন্য সরকারকে দায়ী করছে বিরোধী দলগুলি।