নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    চীনের উহান প্রদেশ থেকে গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে নোবেল করোনাভাইরাস । এই মুহূর্তে বিশ্বে আতঙ্কের আরেক নাম নোবেল করোনাভাইরাস । এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য দেশজুড়ে চলছে লকডাউন । ফলে গৃহবন্দি হয়ে রয়েছেন ১৩০ কোটির ভারতবর্ষ । গৃহবন্দি হয়ে জীবন্ত তটস্থ হয়ে উঠেছে সাধারণ মানুষের । আর এইরকম কঠিন পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষদের ।

রাজ্য সরকারের পাশাপাশি বহু সহৃদয় ব্যক্তি নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এইসময় অসহায় দীন দরিদ্র সাধারণ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন , জনসমাজে পরিচয় দিচ্ছেন সামাজিক মূল্যবোধের । এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো এটাইত সভ্যসমাজের কাজ। আবার যেদিন কালো মেঘ সরে গিয়ে আকাশে বাতাসে বাজবে আনন্দের সুরধ্বনী সেদিন এই সহৃদয় ব্যক্তি দের কথা সকলের হৃদয়ে চিরকাল থেকে যাবে । আর সে দিনটার অপেক্ষায় গোটা বিশ্ববাসী ।


আর এরকম কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সোনামুখী পৌর শহরের পনেরো নং ওয়ার্ডের বাসিন্দা নীলকান্ত থান্দার মহাশয় । সোনামুখী পৌরসভা ১৫ টি ওয়ার্ডের একশো কুড়ি জন প্রতিবন্ধীদের আজ থেকে ৭ দিন পর্যন্ত দিনে দুবার খাবার বন্দোবস্ত করলেন তিনি নিজের বাড়িতে রান্না করে সেই খাবার অসহায় প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন। মানুষের পাশে থাকার জন্য তাকে কুর্নিশ জানাচ্ছে আজকের সভ্য সমাজ । তাকে কুর্নিশ জানাচ্ছি আমরাও ।

নীলকান্ত থান্দার বলেন , আমি একজন স্বয়ংসেবক দেশের সেবা করছি । বর্তমান কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াবো এর থেকে বড় আর কি হতে পারে । আর এইরকম কঠিন পরিস্থিতিতে যারা সমস্যায় পড়েছেন তাদের পাশে থাকার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।