অবতক খবর :: মুর্শিদাবাদ ::    মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডলের উদ্যোগে শুরু হলো ২৬টি ব্লকে ওষুধ পৌঁছানোর কাজ। এই পর্যন্ত প্রায় হোয়াটসঅ্যাপে বহু মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রেসক্রিপশন পাঠিয়েছে এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রায় ৫২ জন স্বেচ্ছাসেবক সেই দরকারী ওষুধগুলো জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন।

জেলা সভাধিপতি জানালেন কেউ বিশেষ দরকার ছাড়া প্রেসক্রিপশন হোয়াটস্যাপ করবেন না। কারণ যাদের একান্তই ওষুধের দরকার তাদের ওষুধ পেতে দেরি হয়ে যাবে। সেই কারণেই যেসব মানুষের দরকার আছে তারাই প্রেসক্রিপশন আমাদের দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। তিনি এও বলেন যতদিন লকডাউন চলবে ততদিন দুস্থ অসহায় মানুষদের কাছে বাড়িতে ওষুধ পৌঁছে যাবে। বিশেষ করে রমজান মাসকে লক্ষ্য রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জেলাবাসীকে বার্তা দিলেন সরকারি নির্দেশ কে মেনে ঘরে থাকুন সুস্থ থাকুন। দূরত্ব বজায় রেখে চলুন এবং অযথা জমায়েত করবেন না।