অবতক খবর,২৮ এপ্রিল: বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি তার ক্রিয়া-কলাপ,সামাজিক দায়িত্ব চালু রেখে চলেছে। তারা রুটিন করে বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী প্রদান করে চলেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়। তাঁর সঙ্গে আজকে সহযোগী হিসেবে ছিলেন মন্ডল সভাপতি তাপস ঘোষ,পুলক দাস। তাছাড়া ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের উল্লেখযোগ্য বিজেপি কর্মী প্রণব দাস, পম্পা সরকার,বীণা মল্লিক, দেবাশিস রায়।
তারা আজ ১০ এবং ১১ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে অন্ততপক্ষে ৩০০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলু, মশলাপাতি, সোয়াবিন। এ বিষয়ে বিজেপি নেতৃত্ব শুভ্রাংশু রায় জানাচ্ছেন যে,যতই শাসকশ্রেণীর বাধা বিপত্তি আসুক তারা এই ত্রাণ কার্য চালিয়ে যাবেনই। লকডাউন সময়কালীন পর্যন্ত তারা যে মানুষের পাশে আছেন, তাদের যে একটা দায়বদ্ধতা আছে, তারা যে সামাজিকভাবে সচেতন তার প্রমাণ রেখে যাবেন।