অবতক খবর , সংবাদদাতা , মেদিনীপুর :: পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণপন্থী শিক্ষক আন্দোলনের মুখ ও তৃনমুল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা নেতৃত্ব রাজীব মান্না আজ দুই লক্ষ এক হাজার টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রীর এমারজেন্সি ত্রাণ তহবিলে জেলার অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে। রাজীববাবু তার প্রতিক্রিয়াতে জানান সংগঠনের রাজ্য সভাপতি দিবেন্দু সাহার তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য অনুরোধ আসে।
এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে যেভাবে রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক রা কর্মকাণ্ড করছে, সেই কাজে অনুপ্রানিত হন বলে জানান। অশোকবাবুর সাথে তিনি যোগাযোগ করলে তিনি লকডাউনের সময় এই অর্থসাহায্য জেলা কর্তৃপক্ষের মাধ্যমে মমতা ব্যানার্জীর ত্রান তহবিলে দেওয়ার প্রস্তাব দেন।
আজ অতিরিক্ত জেলাশাসকের হাতে চেকটি তুলে দেওয়ার পর রাজীব বাবু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী যেভাবে করোনা আতঙ্ক মোকাবিলা করছে তার প্রশংসা করে জেলার শিক্ষক শিক্ষিকাদের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সাহায্য করার আহ্বান জানান।