অবতক খবর :: ইসলামপুর :: ১ মে :: ইসলামপুরের পাঞ্জিপাড়ায় পুলিশের যে কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করা হয়েছিল সেখানে আজ ডালখোলা থানার ১২ জন পুলিশ কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে গত ২৭ তারিখে একটি অ্যাম্বুলেন্স দিল্লি থেকে এক রোগীকে আলিপুরদুয়ারে নিয়ে গেছে।
পুর্নিয়ামোড় এলাকায় পুলিশের নাকাচেকিং ছিল, সেই সময় যারা কর্মরত ছিল তাদের প্রত্যেকে কোরাইনটাইনে রাখা হয়েছে। ওই এম্বুলেন্সে রোগী সহ ৫ জন ছিল। আলিপুরদুয়ারে যাওয়ার পর তাদের কোরোনা টেষ্ট করা হলে তাদের মধ্যে ৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তাই ওই দিন যারা পুর্নিয়ামোড়ে নাকাচেকিং কর্মরত ছিলো তাদের প্রত্যেককে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।