অবতক খবর, সংবাদদাতা, ৩রা মে ২০ :: লক ডাউনে মানুষ কে সহজ খাবার যোগান দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফ্রি তে মানুষ কে রেশন দেয়ার ঘোষণা করেছেন।প্রচুর মানুষ রেশন পাচ্ছেন না আর এই নিয়ে প্রতিদিন জেলায় কোনো না কোনো জায়গায় বিক্ষোভ চলছে। এমন অবস্থায় ভাঙড়ে পোলেরহাট ১ গ্রাম পঞ্চায়েতের নওয়াবাদ গ্রামের প্রাক্তন সুপারভাইজার জামিরআলী মোল্লার কাছ থেকে উদ্বার হয়েছে শত শত রেশনকার্ড ও জবকার্ড।

আর এই নিয়ে এদিন উতপ্ত হয়ে ওঠে ভাঙড়ের পোলেরহাট।গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠি এনিয়ে সংঘর্ষে জডিয়ে পড়ে। চলে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। এলাকা শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসে কাশিপুর থানার পুলিশ।

আটক করে দুই পক্ষের চারজনকে।গ্রামবাসীদের অভিযোগ যখন মানুষ খাবার পাচ্ছেনা তখন মিজানুর আলমের লোকেরা গরিব গ্রামবাসীদের শত শত রেশন কার্ড ও জব কার্ড আটকে রেখেছিলো যা ধারা পড়েছে আজ । উদ্ধার হয়েছে বহু রেশন কার্ড জব কার্ড, আধার কার্ড সাঃ গ্রামবাসীদের ব্যাঙ্ক খাতা ও অন্যান্য ডকুমেন্টস।

অভিযোজের তীর ভাঙড় তৃণমূল কংগ্রেসের পোলেরহাট ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মিজানুর আলম গোষ্ঠীর বিরুদ্ধে , আরাবুল ইসলাম গোষ্ঠীর নেতা কামরুল হাসানের অভিযোগ সাধারণ মানুষকে রেশনকার্ড না দিয়ে মিজানুর আলমের মদতে জামিরআলী মোল্লা বাড়িতে রেশনকার্ড জব কার্ড গচ্ছিত রেখেছে। কামরুল হাসান বর্তমানে পোলেরহাট ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি জানান কার্ড উদ্বার করার পর তা প্রশাসন কে জানানো হয়েছে। সমস্ত উদ্ধার করা কার্ড যার যার তাকে দিয়ে দেয়া হবে।

অপর দিকে মিজানুর আলমের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধোর করা হয়েছে তার অনুগামীদের।তিনি অভিযোগ করেন যে গুন্ডামি চলছে। কামরুল লোকমানের নেতৃত্বে এই মারধর ও লুটপাট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে যার বাড়ি থেকে প্রচুর রেশন কার্ড সহ অন্যান্য কার্ডগুলি উদ্ধার হয়েছে, সেই অভিযুক্ত, জামীরআলী মোল্লা কার্যত অভিযোগ স্বীকার করে নিয়েছেন । তিনি জানান মিজানুরের লোক সফিয়া কার্ড বিলে করতে বারণ করেছিল। তিনি তার কথা শুনে ভুল করেছেন বলেও তিনি স্বীকার করেন।