অবতক খবর :: মুর্শিদাবাদ ::    করোনা ভাইরাস এর সতর্কতা জারি করা হয়েছে, আর এই লকডাউন সফল করতে শুরু শুরু হলো মুর্শিদাবাদ ও মালদা সীমান্তের নাকা চেকিং। মুর্শিদাবাদে ফারাক্কা থানা ও মালদা বৈষ্ণব নগর থানা উদ্যোগে জেলার সীমানায় ঢোকার মুখে নাকা চেকিং চলছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

বহু মানুষ যাতায়াত করে মুর্শিদাবাদ থেকে মালদা ও মালদা থেকে মুর্শিদাবাদ, যারা আসছে তাদের গাড়ির কাগজপত্র ও সঠিক প্রমাণ চাওয়া হচ্ছে, দরকার হলে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ জেলা প্রবেশ করতে গেলে দিতে হচ্ছে সঠিক প্রমাণ পত্র।

জানা যাচ্ছে করোনা সংক্রামন যাতে জেলায় ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য চলছে করাকরি নাকা চেকিং।