অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার, ৪ঠা মে :: কোচবিহার জেলার সিতাই ব্লকের সুটিবাড়ি হাই স্কুলের মাঠে পানিখাওয়া গ্রামের মোট ৩৬টি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো সামাজিক সংস্থা। তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন কোনাচাত্রা হাই স্কুল টিচার এন্ড এক্স স্টুডেন্ডস্ কোভিড-১৯ হেল্পিঙ হ্যান্ড সোস্যাল অর্গানাইজেশন। সংস্থার পক্ষ থেকে জানিয়েছেন, তারা প্রতিদিন বিভিন্ন এলাকায় এলাকায় দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। রবিবার তারা পানিখাওয়া উত্তর ও দক্ষিণে দুঃস্থজনের হাতে চাল,আলু,সোয়াবিন,সাবান,বিস্কুট এমনকি কলগেট পর্যন্ত ত্রাণ হিসেবে তুলে দিলেন।
লকডাউন পরিস্থিতিতে যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। সেই সমস্ত দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। আর এই সংগঠনের পাশে দাঁড়িয়েছে কিছু সমাজসেবী সাধারণ মানুষ ও কিছু সহৃদয় স্কুল শিক্ষক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের আশির্বাদে তারা প্রতিদিন কোনো না কোনো এলাকায় দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েই আসছে, যতদিন লকডাউন পরিস্থিতি থাকবে ততদিনই এভাবে তারা দুঃস্থ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করবেন। সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে, যে কোনো সহৃদয় ব্যক্তি, যারা দুঃস্থ মানুষকে সহযোগিতা করতে চান, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন। আপনাদের দান অনাহারী মানুষের সেবায় তুলে দেওয়া হবে।