অবতক খবর, সংবাদদাত, ৪ঠা মে :: আজ থেকে দেশে শুরু হয়ে গেল তৃতীয় পর্যায়ের লকডাউন। দু সপ্তাহ চলবে এই লকডাউন। রাজ্যে হটস্পট জোনের অন্তর্ভুক্ত জেলাগুলিতে বাস্তব পরিস্থিতি জানতে কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল টিম। এই নিয়ে রাজ্যে কেন্দ্রীয় দল যতদিন ছিল ততদিনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপানউতর চলেছে।
এবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টিমের বদলে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর পাঠাতে চলেছে বিশেষ পাবলিক হেল্থ টিম। টিম কয়েকদিনের মধ্যেই কলকাতায় চলে আসবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও এই টিমের সঙ্গে থাকছেন দক্ষ চিকিৎসক ও বিশেষজ্ঞরা এই টিম কলকাতাসহ দেশের প্রতিটি জেলায় পাঠানো হচ্ছে। কেন্দ্র যেসকল জেলাগুলোতে সংক্রমণের সংখ্যা অনেক বেশি সেইসব জেলাগুলিতে এই কেন্দ্রীয় টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের এই টিম জেলাগুলিতে ভিজিট করে সেখানকার স্থানীয় প্রশাসনকে চিকিৎসাতে তাদের সহযোগিতা করবে বলে জানা গেছে।
উল্লেখ্য গত দুই সপ্তাহ আগে যে কেন্দ্রীয় টিম এসেছিল তাদের কাজ করতে বহু অসুবিধা হয়েছিল বলে কেন্দ্রের থেকে জানানো হয়েছে। তারা কলকাতা ও শিলিগুড়ি দুই জায়গাতেই বিভিন্ন করোনা প্রভাবিত এলাকা পরিদর্শন করে রিপোর্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে পাঠিয়েছেন। তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছিলেন যে, লকডাউন ঠিকমতন রাজ্যে বিভিন্ন জায়গায় মানা হচ্ছে না। তাছাড়া তাদের আগমনের পর তারা রাজ্যে করোনায় মৃত্যু নিয়ে যে তথ্য এতদিন লুকোনো ছিল সেটাও পরিষ্কার হয়েছে। যদিও এই তথ্য স্বয়ং রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা রাজ্যবাসীকে তুলে ধরেছেন। এ নিয়ে বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছে শাসক দলকে। খানিকটা হলেও সরকারের মুখ পুড়েছে করোনায় মৃত্যু তালিকা নিয়ে।
রাজ্যে ফের কেন্দ্রীয় টিম আসছে। এতে আবার রাজ্য কেন্দ্র সংঘাত বাঁধতে পারে এ নিয়ে শঙ্কিত রাজ্যবাসী। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয় স্বাস্থ্য দপ্তর পাঠাচ্ছে এই টিম। রাজ্যের সঙ্গে যদিও এটি সহযোগিতার করার কথা। কিন্তু তাদের এই আগমন রাজ্য রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটার দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ জনগণ।