অবতক খবর :: রায়গঞ্জ :: ৪মে ::    পরিবার পরিজনদের রান্না করে খাওয়ানো তাদের নিত্যদিনের কাজ। এবার তারাই রান্না করা খাবার তুলে দিলেন পথ চলতি যানবাহন চালক ও খালাসীদের মুখে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের জেলখানাপাড়ার মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে আপামর সবাই। পথ চলতে চলতে রাস্তার ধারে মহিলাদের হাত থেকে রান্না করা খাবার পেয়ে খুবই খুশী পরিবহনের সাথে যুক্ত কর্মীরা।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লক ডাউন। আর এই লক ডাউনে বন্ধ রয়েছে সমস্ত হোটেল ও খাবারের দোকান। বাজারের সব্জি কাঁচামাল থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে চালু রয়েছে পণ্যসামগ্রী পরিবহন পরিষেবা। কিন্তু লরি বা যেসব যানবাহন নিয়ে চালক ও খালাসীরা সুদূর পথ অতিক্রম করে সাধারন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার বাবস্থা করছেন তারাই থেকে যাচ্ছেন অভুক্ত। কেননা লক ডাউনের জেরে রাস্তার ধারে বা শহরে খোলা নেই কোনও হোটেল বা খাবারের দোকান। এইসব পরিবহন কর্মীদের দুর্দশার কথা ভাবনা চিন্তা করে তাদের মুখে রান্না করা খাবার তুলে দিতে এগিয়ে এল রায়গঞ্জ শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জেলখানাপাড়ার মহিলারা। তারা কোনওদিন ডাল, ভাত, সোয়াবিনের তরকারি আর ডিম সেদ্ধ নয়তো বা কোনওদিন খিচুড়ি আর ডিমসেদ্ধ রান্না করে পথ চলতি যানবাহন চালক ও খালাসীদের হাতে তুলে দিচ্ছেন।

তাঁদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে এই ধরনের সামাজিক কাজে তাদের পাশে থাকার আশ্বাস দেন রায়গঞ্জ পুরসভার তৃণমূল কাউন্সিলর অর্নব মন্ডল। সংসারের কাজের মধ্যে থেকে দেশের এই সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছেন রায়গঞ্জ শহরের জেলখানাপাড়ার প্রমীলা বাহিনী।