বিধান নগর :: ৮ মে ::    আজ শিলিগুড়ি মহকুমার বিধান নগর পঞ্চায়েতের সিতুভিটা গ্রামে “বিনে পয়সার বাজার” বসেছিল। ছোট করে হলেও এই উদ্যোগ নিয়েছিল বিধান নগরের সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস। এলাকার আদিবাসী রাজবংশী সম্প্রদায়ের কিছু অসহায় গরীব মানুষ এই বাজারে এসে তাদের নিত্য প্রয়োজনীয় রান্না করার সামগ্রীগুলি নিয়ে যান। এই বাজারে কোনো টাকা-পয়সা লাগেনি, বরং তারা পেয়েছেন সম্মান। নিজেদের ইচ্ছা মতো চাল, আটা, সোয়াবিন, সব্জি নিয়ে যান মিনতি টুডু, সিলসিলা মুন্ডা ও রূপেশ্বরি সিংহ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য রুপদেশ পাহান বলেন, আমাদের গ্রামের মানুষদের প্রনাম জানিয়ে বাপন দাস অভিনব উদ্যোগ নিয়েছেন। বাপন দাস জানান, “কিছু মানুষের সাহায্যে এই উদ্যোগ, কেও কোথাও করুক এই কাজ ‘মানুষ মানুষের জন্য’ এইকথা ভেবে।”

বাপন দাস বলেছেন, উনি ছোট উদ্যোগ নিয়েছেন, কিন্তু উনি যে কিছু অসহায় মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছেন এটাই অনেক বড় কথা। শুভকামনা রইল বাপন দাসের জন্য।