অবতক খবর :: উত্তরদিনাজপুর :: জেলার রায়গঞ্জ এবং হেমতাবাদে করোণা আক্রান্ত তিন জনের হদিশ পেতেই নড়েচড়ে বসল ইসলামপুর মহাকুমার পুলিশ-প্রশাসন। সব ব্যবস্থা এবার আরো কড়া হতে চলেছে।
এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানান, বিহার বাংলার সমস্ত সীমান্ত সিল করা আছে। তবুও ওই এলাকাগুলিতে আরো কড়াকড়ি করতে এবং নজরদারি চালাতে বিহারের পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্ব গুলো পালন করতে দুই রাজ্যের পুলিশ প্রশাসনে যাতে এগিয়ে আসে এ বিষয়ে একটি আলোচনা হচ্ছে ।
অন্যদিকে প্রত্যেকটি থানা এলাকায় পরিযায়ী শ্রমিক দেখলে ওই থানা কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ তাদেরকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা সহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করতে হবে। ওই সব শ্রমিকদের ট্রানজিট ক্যাম্পে রাখার ব্যবস্থাও রয়েছে। ইতিমধ্যে ওই ট্রানজিট ক্যাম্প একত্রিশ জন শ্রমিক রয়েছে। যাদের গাড়ির মাধ্যমে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কড়া নজরদারি ব্যবস্থা করছে পুলিশ। এক্ষেত্রে কোন পরিযায়ী শ্রমিককে হেঁটে বা সাইকেলে করে যেতে দেখলে তা যদি পুলিশের নজরে না আসে তবে এলাকার বাসিন্দারা যেন তাদেরকে থানায় পাঠাবার ব্যবস্থা করেন। এ বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার।
অন্যদিকে এদিন সোনাপুরে শিলিগুড়ি থেকে গঙ্গারামপুর যাওয়ার পথে আটকে দেওয়া হলো আটজন সাইকেল আরোহী শ্রমিককে ।তাদেরকেও চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।