অবতক খবর :: ইসলামপুর :: ১০ মে ::    সরকারিভাবে কোয়ারেন্টাইন এ আসা মানুষদের জন্য সরাসরি অ্যাম্বুলেন্স থেকেই শুরু হচ্ছে লালা সংগ্রহের প্রক্রিয়া। রবিবার থেকেই তা শুরু করার কথা জানালেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা ইসলামপুর মহকুমা হাসপাতালের ‘রোগী কল্যাণ সমিতি’র চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। পৌরসভা সূত্রে জান গেল, যারা আসবেন কোয়ারেন্টাইন সেন্টারে,ভর্তি হওয়ার পরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে। যার সমস্ত সরঞ্জাম থাকবে ওই অ্যাম্বুলেন্সের ভেতরে।

সেটি একটি মোবাইল অ্যাম্বুলেন্স অর্থাৎ একটি সেন্টার থেকে আরেকটি সেন্টারে খুব শীঘ্রই পৌছে যেতে পারবে প্রয়োজন অনুযায়ী। ওই লালা রস সংগ্রহ করার পর পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হবে শিলিগুড়ির কোভিড হাসপাতালে । পাশাপাশি টেস্ট রিপোর্ট আসার পর ফলাফল নেগেটিভ এলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হবে। আর পজিটিভ এলে তো তার ব্যবস্থা থাকছেই। ইসলামপুর ট্রাক টার্মিনাসে গড়ে ওঠা কোয়ারেন্টাইন সেন্টারে রবিবার থেকে চালু হচ্ছে এই পরিষেবা। এই এম্বুলেন্স এর মাধ্যমে ইসলামপুর মহাকুমার বিভিন্ন ব্লকে গড়ে ওঠা কোয়ারান্টাইন সেন্টার গুলিতে এই পরিষেবা প্রদান করা হবে ।

যেভাবে সংক্রমণের সংখ্যা বাড়ছে এবং ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলায় চিহ্নিত হয়েছে তিনজন করোনা আক্রান্ত। তাতে করে আর ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই লালা রস সংগ্রহ করে তা টেস্টে পাঠাবার ব্যবস্থা করা হবে বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান। অবশ্য এর আগেই এ বিষয়ে দাবি তুলেছিলেন এলাকাবাসী। এ বিষয়টিতে কিছুটা হলেও তাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা।