অবতক খবর :: মুর্শিদাবাদ ::    মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত জিতপুর শিবপাড়া বাসিন্দা আসিফ ইকবাল মন্ডল (২৩)। সংসারে অর্থের অসুবিধা থাকায় ৬ মাস আগে কেরলে কাজ করতে যায়। লকডাউন এর কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য এবং অর্থের সমস্যা সৃষ্টি হয়, বারবার জানানোর পরও খাদ্য না পাওয়ায় এবং হাতে অর্থ ফুরিয়ে যাওয়াই নিজে আত্মহত্যা করে আসিফ ইকবাল মন্ডল।

পরিবারের সূত্র খবর দারিদ্রতার কারণে তাকে কেরলে কাজ করতে যেতে হয়েছিল, লকডাউন এর কারণে জানবাহন বন্ধ হয়ে যাওয়ায় সে বাড়ি ফিরতে পারছিল না। বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বারবার অনুরোধ করার পর বাংলার সরকার রেল মন্ত্রকের সঙ্গে আলোচনা করে কেরল থেকে ট্রেনে পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদে আনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে জানতে পারা যাচ্ছে।

তাদের পরিবারের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রী কে আবেদন করা হয় তাদের ঘরের ছেলের মত আর কোন শ্রমিকের যেন এই রকম অবস্থা না হয় এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান সকলে যেন ঠিকঠাক ভাবে নিজের বাড়ি আসতে পারে।