অবতক খবর :: শিলিগুড়ি :: ১০মে :: মারণ ভাইরাস করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন। সব রাজ্য জুড়েই ক্রমশ প্রকট হচ্ছে খাদ্য সংকট। দিন আনি দিন খায় মানুষের অবস্থা তো আরও সঙ্গীন। এমন অবস্থায় অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এসেছে অনেক সংগঠন।
সেইরকমই সুকান্তনগর শিলিগুড়িতে অটো ষ্ট্যান্ডের সঙ্গে যুক্ত একটি সংস্থা “মাদার’স ল্যাপ”। শিলিগুড়িতে বিভিন্ন জায়গাতে দুস্থ এবং অসহায়দের মধ্যে প্রতিদিনই বিতরণ করছে দুপুরের খাবার। আজও বিশ্ব মাতৃদিবস উপলক্ষে প্রায় চারশো জনের হাতে খাবার তুলে দিলো তারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে মাতৃদিবস উপলক্ষে আজ বিশেষ বিশেষ রান্না করা হয়েছে সমাজের অসহায় দুস্থদের হাতে সব তুলে দেওয়া হবে।