অবতক খবর :: বহরমপুর ::   করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যের বেহাল দশা বাংলায়, অধীর রঞ্জন চৌধুরী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিব নিধন করতে নেমেছে, তিনি বলেন সচিবদের কি কারনে সরানো হচ্ছে সেটা বলতে পারবো না ,তবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর বরাবরই খারাপ। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন সেখান থেকে তিনি সরে দাঁড়ান ,এবং তার তৃণমূল দলের কোন নেতা বা নেত্রী কে সেই দায়িত্ব দিন। করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত, স্বাস্থ্যমন্ত্রী ঠিক থাকলেও অথচ যত দোষ সচিব করল, উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।

এই রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতি বাংলায় বন্ধ হওয়া দরকার। নতুন স্বাস্থ্য সচিব এসে রাতারাতি আমাদের উদ্ধার করে দেবে এটা ভাবার কারণ নেই। যেহেতু আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার ওপর অনেক দায়িত্ব তাই আপনি স্বাস্থ্য মন্ত্রীর পদ থেকে নিজেকে সরিয়ে নেন। এই করোনা পরিস্থিতিতে আপনি টোটকা ব্যবহার করছেন এই টোটকা দিয়ে কোন লাভ হবে না। এইরকমই বিস্ফোরক মন্তব্য করলেন বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।