অবতক খবর :: শিলিগুড়ি :: ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার অন্তর্গত মাটিগাড়া মণ্ডলের সভাপতি দ্বীপ নন্দী বাড়ি থেকে ফেরার সময় সিটি সেন্টারের ট্রাফিক পয়েন্ট এর সামনে ৫ জন দুষ্কৃতী তাকে গাড়ি আটকে দিয়ে জিজ্ঞেশ করে, “তুই বিজেপি করিস? খুব ত্রান বিলিয়ে বেরাচ্ছিস?” বলেই তার ওপর দুষ্কৃতিরা চরাও হয় এবং তাকে গুরুতর আহত করে। ঘটনাটি জানতে পেরে অন্যান্য কর্মীরা সেই স্থানে চলে আসে এবং তাকে উদ্ধার করে প্রথমে মাটিগাড়া প্রাথামিক হাসপাতালে নিয়ে যায়।
তারপর পুলিশকে সেই বিষয়টি জানায়, কিন্তু গোঁটা দিন পেরিয়ে গেলেও পুলিশ দুষ্কৃতিদের সনাক্ত করতে পারেনি। এই প্রসঙ্গে শিলিগুড়ি সাংগঠনিক যুব জেলা সম্পাদক প্রিতম সিংহ বলেন, “এরা এই লকডাউনেও রাজনৈতিক হিংসা বন্ধ করল না, এরা জনগনের চালচুরি করে তাল পাচ্ছে না কিন্তু বিজেপি কর্মী যখন মানুষের অভাবের পাশে দাঁড়াচ্ছে তখন এরা এসব পথ গ্রহন করছে। ধিক্কার জানাই। যদি পুলিশ এর গতি না করতে পারে তাহলে যুব মোর্চা বৃহত্তর আন্দলনে নামবে।”