অবতক খবর :: শিলিগুড়ি :: ১৩ মে :: দিল্লী সহ বিভিন্ন রাজ্যে আটকে থাকা উত্তরবঙ্গের প্রচুর মানুষ আজ স্পেশাল ট্রেনে নামলেন শিলিগুড়ির এনজেপি স্টেশনে। লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রচুর মানুষ। কিছুদিন আগে রেল বেশকিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়।
সেইমতো বুধবার দিল্লী-ডিব্রুগড় এসি স্পেশাল ট্রেনটি এনজেপিতে আসে এবং সেই ট্রেন থেকে উত্তরবঙ্গের প্রচুর মানুষ এনজেপি স্টেশনে নামেন। সমস্ত যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হয়। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা তাদের সমস্ত বিস্তারিত তথ্য নেন। এদিকে স্টেশনে নামতেই প্রতিটি যাত্রীর ব্যাগ স্যানিটাইজ করা হয় এবং যাত্রীদের হাতে স্যানিটাইজার দেওয়া হয়। এরপরই তাদেরকে বিশেষ বাসের বন্দোবস্ত করে বাড়ি ফেরানো হয়। এছাড়াও প্রত্যেক যাত্রীকে জানানো হয়েছে আগামী কয়েকদিন তাদের সকলকেই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।